বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল পরিচালনা বোর্ডের ৪৮তম সভা গতকাল রোববার বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) শ্রীমঙ্গলের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় ২০২১-২২ অর্থ বছরে তহবিল হতে অনুদান বিতরণ ও শ্রমকল্যাণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বোর্ড সদস্যরা আলোচনা করেন। বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমীনের সঞ্চালনায় সভায় বিটিআরআই এর পরিচালক ড. মোহাম্মদ আলী, প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মো. নাহিদুল ইসলাম, বাংলাদেশীয় চা সংসদের সদস্য এম ওয়াহিদুল হক ও তাহসিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি পংকজ আউলেসিয়োস কন্দ ও পরেশ কালিন্দী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।