চা শ্রমিকের আকুতি

সৈয়দা সেলিমা আক্তার | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৪:৩৩ পূর্বাহ্ণ

পা থেকে মাথা অব্দি
ঝরতে থাকে ঘাম
কষ্ট করে পাতা তুলি
পাইনা সঠিক দাম।

ছেলে -পিলের হয়না
বেশি লেখাপড়া
খাবো না পড়বো বাবু
বাজার দাম চড়া।

উঁচু টিলায় পাতা তুলি
মশা -পোকা কাটে
নুন আনতে পানতা শেষ
কষ্টে দিন কাটে।

তিনশ টাকা বাড়িয়ে দিলে
কোনোমতে চলি
ভিক্ষা চাইনা পারিশ্রমিক
বাড়ার কথা বলি।

পূর্ববর্তী নিবন্ধলাঠির এক আঘাতেই ট্রলার মাঝির মৃত্যু
পরবর্তী নিবন্ধঘুম থেকে ডেকে ঘুমের ওষুধ খাওয়ানোর মানে কী?