পা থেকে মাথা অব্দি
ঝরতে থাকে ঘাম
কষ্ট করে পাতা তুলি
পাইনা সঠিক দাম।
ছেলে -পিলের হয়না
বেশি লেখাপড়া
খাবো না পড়বো বাবু
বাজার দাম চড়া।
উঁচু টিলায় পাতা তুলি
মশা -পোকা কাটে
নুন আনতে পানতা শেষ
কষ্টে দিন কাটে।
তিনশ টাকা বাড়িয়ে দিলে
কোনোমতে চলি
ভিক্ষা চাইনা পারিশ্রমিক
বাড়ার কথা বলি।