বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে অনলাইন জুম প্লাটফর্মে গতকাল সোমবার সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ চা বোর্ডের আওতাধীন বিটিআরআই এবং পিডিইউ সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন্স চার্টার) অনুযায়ী চায়ের সাথে সম্পর্কিত উৎপাদনকারী ও বিপণনকারীসহ সকল অংশীজনদের নির্ধারিত সময়ে যথাযথভাবে সেবা প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।
দ্রুততম সময়ে গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে তিনি বিদ্যমান সেবা পদ্ধতি আরও সহজীকরণের প্রতি গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে চা বোর্ডের ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. দিদারুল মাওলা এবং বিপণন কর্মকর্তা আহসান হাবিব বোর্ডের ভূমি সংক্রান্ত সেবা ও চা ব্যবসা সংক্রান্ত সেবা বিষয়ে বিস্তারিত তথ্য প্রশিক্ষণার্থীদের মাঝে তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমীন সভা সঞ্চালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।