কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ চা বোর্ডের ২ জন কর্মকর্তা এবং ২ জন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন।জনসেবা প্রদান এবং কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে গ্রেড ২ থেকে ০৯ ক্যাটাগরিতে যৌথভাবে অর্থনীতিবিদ জি এম আহসান হাবিব এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম খাঁন, গ্রেড ১০ থেকে ১৬ ক্যাটাগরিতে অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর শামীমা হোসেন এবং গ্রেড ১৭ থেকে ২০ ক্যাটাগরিতে অফিস সহায়ক মো. আবু তাহের পাটোয়ারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











