বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে চায়না অ্যাম্বাসেডরের ব্যবস্থাপনায় গত ৩ সেপ্টেম্বর মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৪র্থ অ্যাম্বাসেডর কাপ উশু প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় চট্টগ্রাম রাইফেল ক্লাব রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। চট্টগ্রাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমির ব্যবস্থাপনায় চট্টগ্রাম রাইফেল ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এই প্রতিযোগিতায় চট্টগ্রাম রাইফেল ক্লাবের উশু টিম ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সঞ্জয় পাল, কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কাসেম।
রানার্স আপ চট্টগ্রাম রাইফেল ক্লাবের পক্ষে অংশগ্রহনকারী খেলোয়াড়রা হলেন: নুরুল আলম, নাজিম উদ্দিন, আফরোজা আক্তার, মো. ফজলুল হক, মো. সাদিন, পৃথ্বীশ পাল, ঋগ্ধা পাল,এহসানুল হক, মেহেদী হাসান, শ্রেষ্ঠা পাল, মো. আরফিন হোসেন, সাইফুল আজম, আবির দত্ত, তনুশ্রী দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।