চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে ব্যবসা করা চীনের অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানি চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করেছে ওয়াশিংটন। ওয়াশিংটনের কর্মকর্তারা জানিযেছেন, ‘জাতীয় নিরাপত্তা’ নিয়ে উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চায়না টেলিকমকে ৬০ দিনের ভেতরেই যুক্তরাষ্ট্র থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, কোম্পানিটির ওপর চীন সরকারের নিয়ন্ত্রণ থাকায় তা বেইজিংকে ‘যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় প্রবেশ, তথ্য সংরক্ষণ, যোগাযোগ বিঘ্নিত ও তা ভুল পথে পরিচালিত করার’ সুযোগ দিচ্ছিল। এই সুযোগকে তারা গোয়েন্দাগিরি বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের ক্ষতিকর কর্মকাণ্ডে’ কাজে লাগাতে পারে, বলছেন তারা। যুক্তরাষ্ট্রে প্রায় ২০ বছর ধরে টেলিকম সেবা দিয়ে আসা চায়না টেলিকম ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ অ্যাখ্যা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীমান্ত খোলার প্রস্তুতি অস্ট্রেলিয়ার
পরবর্তী নিবন্ধমেরকেল যুগের অবসান