চাল নিয়ে ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

কৃষিজাত পণ্য বিশেষ করে ভারত থেকে চাল আর কানাডা থেকে সার আমদানিতে নতুন শুল্ক আরোপ করে বসতে পারেন বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই দুটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় এখনও বড় কোনো অগ্রগতি হয়নি। সোমবার মার্কিন কৃষকদের জন্য কয়েকশ কোটি ডলারের একটি সহায়তা প্রকল্পের ঘোষণা দেওয়ার সময় হোয়াইট হাউসে ট্রাম্প এ হুমকি দেন বলে জানিয়েছে এনডিটিভি। রিপাবলিকান এ নেতা বলেন, আমদানি দেশীয় উৎপাদকদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে। আমেরিকান উৎপাদকদের রক্ষায় আগ্রাসী শুল্ক নীতিকে কাজে লাগানোর ইচ্ছার কথাও জোরের সঙ্গে বলেন তিনি।

ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে শুল্ক বাবদ আদায় করা অর্থ থেকে তার প্রশাসন মার্কিন কৃষকদের এক হাজার ২০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেবে, বলেন ট্রাম্প। আপনারা যদি ভেবে দেখেন, আমরা সত্যি সত্যিই লাখ লাখ কোটি ডলার নিচ্ছি, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন সুবিধা নিয়েছে যা আগে কখনো কেউ দেখেনি বলেও অভিযোগ করেন তিনি।

পূর্বসূরীর কাছ থেকে পাওয়া মূল্যস্ফীতি ও পণ্যের দাম কমে যাওয়া পরিস্থিতির বদল ঘটিয়ে কৃষি অর্থনীতিকে স্থিতিশীল করতে কৃষকদের নতুন এ সহায়তা দরকার, বলেছেন ট্রাম্প। কৃষকরা অপরিহার্য জাতীয় সম্পদ, মার্কিন মেরুদণ্ডের অংশ, বলেছেন তিনি। ভারতের প্রসঙ্গ এসেছে যুক্তরাষ্ট্রে চাল আমদানি নিয়ে দীর্ঘ আলোচনায়। লুইজিয়ানার এক উৎপাদক ভারত থেকে চাল আমদানি দক্ষিণের কৃষকদের জন্য চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্রের চালের খুচরা বাজারে দুটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মালিক ভারতীয় কোম্পানিগুলো, এমনটা জানানোর পর ট্রাম্প বলেন, ঠিক আছে, এটা আমরা দেখছি। এটা ভালো, সহজও, শুল্ক, আবার, দুই মিনিটে সমাধান হয়ে যাবে। তাদের ডাম্পিং (কম দামে বিক্রি) করা উচিত হচ্ছে না। মানে, আমি শুনেছি, অন্যদের কাছ থেকে শুনেছি। আপনি এটা করতে পারেন না, বলেছেন তিনি। মার্কিন এ প্রেসিডেন্ট দেশীয় উৎপাদন বাড়াতে কানাডা থেকে সার আমদানিতে শুল্ক বসানোর সম্ভাবনার কথাও বলেছেন। অনেকখানি কানাডা থেকেই আসে, তাহলে আমরা বড় ধরনের শুল্ক বসিয়ে এর ইতি টানতে পারি। এভাবেই এখানে (উৎপাদন) বাড়াতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধআফগান সীমান্তের কাছে জঙ্গি হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত
পরবর্তী নিবন্ধবিরোধপূর্ণ সীমান্তজুড়ে ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত