হাটহাজারী পৌরসভার আলমপুর গ্রামের ৭নং ওয়ার্ডের খেটে খাওয়া আবদুল সোবহান (৬৫) আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বাড়ী থেকে বের হয়েছিল ন্যায্য মূল্যের চাল কিনতে। পরিবারের সাথে কথা ছিল চাল এনে দুপুরে বৌ বাচ্চার জন্য দুপুরের ভাত রান্না করার। কিন্তু ঘরে দেওয়া কথা তিনি রাখতে পারেননি। সকালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় তাঁর জীবন প্রদীপ নিভে গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উক্ত এলাকার ফয়েজ আহমদ মেম্বারের বাড়ীর মৃত ছালে আহম্মদের পুত্র আবদুল সোবহান প্রকাশ বাচা মঙ্গলবার সকালে পৌরসভার মীরেরহাট বাজারে প্রদত্ত ন্যায্য মূল্যের চাল কিনতে বাড়ি থেকে বের হয়েছিল। পথিমধ্যে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন এলাকায় পৌঁছালে নাজিরহাট-চট্টগ্রামগামী ডেমু ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন।
উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোবাহান তিন পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তিনি শ্রবন ও দৃষ্টি প্রতিবন্ধী। থানার উপ-পরিদর্শক আকরামুল হক ট্রেনের ধাক্কায় আবদুল সোবহানের মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।