চালের দাম এক সপ্তাহে বস্তায় বাড়ল ২৫০ টাকা

উত্তরাঞ্চলের মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা

জাহেদুল কবির | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না চালের দাম। রমজানের বাকি নিত্যপণ্যের বাজার মোটামুটি সহনশীল থাকলেও চালের দাম দিন দিন বাড়ছে। পাইকারীতে গত এক সপ্তাহের ব্যবধানে পাঁচ ধরনের চালের দাম (৫০ কেজি বস্তা) বেড়েছে সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত। কেজি হিসেবে ৫ টাকা। অথচ এই সময়ের চালের বাজার বাড়ার কথা না।

সংশ্লিষ্টরা বলছেন, উত্তরাঞ্চলের চালের মোকাম মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছেন। তাদের মিলে প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযানও নাই। যার ফলে তারা এক প্রকার মনোপলি ব্যবসা করছেন। ভোক্তারা বলছেন, চালের বাজার দীর্ঘ সময় ধরে অস্থির। কিন্তু প্রশাসনের এ দিকে কোনো নজরদারি নাই। এতে ব্যবসায়ীরা আরো বেশি মনোপলি ব্যবসা করছেন। নিজেদের খেয়াল খুশি মতো দাম বাড়িয়ে যাচ্ছেন। নগরীর চালের আড়ত চাক্তাইয়ের চালপট্টি ও পাহাড়তলীতে খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে বিশেষ করে নাজিরশাইল সিদ্ধ, জিরাশাইল সিদ্ধ, মিনিকেট আতপ, মিনিকেট আতপ, কাটারীভোগ আতপ চাালের দাম বস্তাপ্রতি (৫০ কেজি) সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। চালের আড়তদাররা জানান, বর্তমানে জিরাশাইল সিদ্ধ বস্তায় ২০০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকায়। এছাড়া মিনিকেট সিদ্ধ ১০০ টাকা বেড়ে ২ হাজার ৯০০ টাকা, পাইজাম সিদ্ধ বস্তায় ১০০ টাকা বেড়ে ২ হাজার ৮৫০ টাকা, কাটারিভোগ সিদ্ধ ২০০ টাকা বেড়ে গিয়ে ৪ হাজার ২০০ টাকা, কাটারিভোগ আতপ বস্তাপ্রতি ২০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৪ হাজার ৪০০ টাকা, মিনিকেট আতপ ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা, নাজিরশাইল সিদ্ধ ২৫০ টাকা বেড়ে ৪ হাজার ৪৫০ টাকা, স্বর্ণা সিদ্ধ ২ হাজার ৫৫০ টাকা, বেতী আতপ ২ হাজার ৯৫০ টাকা এবং মোটা সিদ্ধ বস্তায় বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে সংবর্ধনা সেনাবাহিনীর
পরবর্তী নিবন্ধপারভীন মাহমুদ ইউসেপ এসোসিয়েটস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান