জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সম্প্রতি অনুষ্ঠিত এক সভার কার্যবিবরণীতে উল্লেখিত মিথ্যা ঘোষণা সম্বলিত আমদানি চালান চিহ্নিতকরণ ও ন্যায়নির্ণয় বিষয়ক সিদ্ধান্তের বাস্তবায়ন ও সংশোধনের দাবি জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফওয়ার্ডিং এজন্টেস এসোসিয়েশন।
গতকাল এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) বরাবর প্রেরিত চিঠিতে এ দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।
চিঠিতে বলা হয়-কার্যবিবরণীতে মিথ্যা ঘোষণা সম্বলিত আমদানি চালান চিহ্নিতকরণ বিষয়ে যে ব্যাখা প্রদান করা হয়েছে তা বাস্তবতা বিবর্জিত ও বিধি সম্মত নয়। সিদ্ধান্তটি বর্তমান গণতান্ত্রিক ও ব্যবসা বান্ধব সরকার গৃহিত নীতিমালা এবং ট্রেড ফ্যাসিলিটেশন কর্মসূচির মূল লক্ষ্যের পরিপন্থি। বাংলাদেশের বাস্তবতায় অধিকাংশ বাণিজ্যিক আমদানিকারক পণ্যের ক্লাশিফিকেশন সম্পর্কে যথাযথ জ্ঞান সম্পন্ন নয়। যারা জানেন তাদেরও ক্ষেত্রবিশেষে ভুল হয়ে থাকে। পণ্যের জাহাজিকরণের দলিলাদি সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টকে হস্তান্তরের পর যদি দেখা যায় এইচএস কোড ভুল হয়েছে তবে উভয়ের সম্মতিতে তা সংশোধন করে সঠিক এইচএস কোডে বিল অব এন্ট্রি দাখিল করা হয়। সুতরাং এক্ষেত্রে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের আন্তরিকতা সুস্পষ্ট। সংশ্লিষ্ট আমদানিকারক শুল্ক ফাঁকি দিতে ঋণপত্র ইনভয়েসসহ অন্যান্য দলিলে ভুল এইচএস কোড প্রদান করেছিলেন, এমন অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান আইন সম্মত নয়। সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী আমদানিকারকগণকে অনুমানের ভিত্তিতে অভিযুক্ত করলে ব্যবসা বাণিজ্য সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ৩ অক্টোবর এনবিআরে অনুষ্ঠিত এক সভায় বলা হয়-সকল কাস্টম হাউসে ন্যায়নির্ণয়ের ক্ষেত্রে অভিন্ন নীতির প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে বিল অব এন্ট্রি ব্যতীত অন্যান্য আমদানি দলিলাদিতে মিথ্যা ঘোষণা থাকলে এবং বিল অব এন্ট্রিতে সঠিক ঘোষণা প্রদান করা স্বত্বেও মিথ্যা ঘোষণা হিসেবে গণ্য হবে এবং পণ্য চালানের ক্ষেত্রে ন্যায়নির্ণয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ন্যায়নির্ণয়কারী কর্মকর্তা জরিমানার ক্ষেত্রে আইনের উল্লেখিত দণ্ডসীমার মধ্যে স্বীয় বিবেচনার যথাযথ প্রতিফলন ঘটাতে পারেন।