মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের উপর উঠে গেছে কন্টেনার বোঝাই একটি লরি। গতকাল সকাল ৭টার দিকে মহাসড়কের মীরসরাই থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের একটি গাড়ি থানায় প্রবেশ করার সময় লরিটির ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের উপরে উঠে যায়। এতে চালক গুরুতর আহত হয়েছেন।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, লরি গাড়ির চালক ঘুমে থাকায় পুলিশের গাড়ির সিগন্যাল দেখেনি। থানার ঠিক সামনে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনার বোঝাই লরি গাড়ি সড়ক বিভাজক ভেঙে উপরে উঠে যায়। যদিও এতে কোনো হতাহত হয়নি। তবে লরির চালক সামান্য আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে থানার প্রধান ফটক। কারণ ঠিক থানার মূল গেটের কয়েক গজ দূরেই এ ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে বলেও ওসি জানান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, মীরসরাই থানার সামনে সড়কের ডিভাইডারে উঠে যাওয়া গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে এসেছি।