চালকের সচেতনতায় অল্পের জন্য রক্ষা পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের হাজারো শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে নগরীর বটতলী স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় শাটল ট্রেন। ট্রেনটির ভেতরে-বাইরে উপচে পড়া শিক্ষার্থী ছিল।
শাটল ট্রেনটি আমান বাজার স্টেশনে থামার পর অঙিজেন এলাকায় লেভেল ক্রসিংয়ে দেখা যায় রেললাইনের ওপর আটকে আছে একটি বাস। ট্রেনের চালক বিষয়টি দূর থেকে দেখে ট্রেনের গতি কমিয়ে ফেলেন। অঙিজেন এলাকায় লেভেল ক্রসিংয়ে বাসটির কাছাকাছি এসে ট্রেনটি থামিয়ে দেন। আর এতে অল্পের জন্য রক্ষা পান শাটল ট্রেনের হাজারো শিক্ষার্থী।
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে অঙিজেন এলাকায় পৌঁছায় ট্রেনটি। রেললাইনের ওপর বাস দেখতে পেয়ে চালক ইমার্জেন্সি ব্রেক করে ট্রেনটি কোনোরকমে থামাতে সক্ষম হয়েছেন বলে জানান।











