চালকের চোখে ঘুম, অ্যাম্বুলেন্স গিয়ে পড়ল পুকুরে

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ব্যাপরোয়া দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশে পুকুরে পড়ে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেল গাড়ি চালক। গতকাল রবিবার সকাল আনুমানিক ৭টার দিকে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া ইউনিয়নের আর.আর টেক্সটাইল মিলস্‌ নামক এলাকা অতিক্রমকালে এ ঘটনাটি ঘটে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ওই এলাকা দ্রুত গতিতে অতিক্রম করছিল। এসময় অ্যাম্বুলেন্সটি আরআর টেক্সটাইল মিলস এর পশ্চিমে সড়ক থেকে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে অ্যাম্বুলেন্স চালক মোঃ জাবেদকে উদ্ধার করেন। তবে গাড়িতে কোনো যাত্রী না থকলেও প্রাণে বেঁচে গেল চালক জাবেদ। এদিকে খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, সম্ভবত অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামে রোগী নামিয়ে দিয়ে ঢাকা অভিমুখে যাওয়ার সময় চালকের চোখে ঘুম এসে যায়। সে কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। তখন স্থানীয়রা চালককে গাড়ি থেকে উদ্ধার করেন। আমরা পরে রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করে চালকের হাতে বুঝিয়ে দিয়েছি। চালক জাবেদ ফেনী জেলার বাসিন্দা মোঃ মিজানুর রহমানের ছেলে। তিনি আরো বলেন, অ্যাম্বুলেন্সটি পুকুরে না পড়ে যদি সড়কে চলন্ত অন্যান্য গাড়িকে চাপা দিত তা হলে বড় ধরণের একটি দুর্ঘনা ঘটতে পারতো।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জিপের ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধএস আলমের সাইফুল, তিন ভাইসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা