চালকের আড়ালে চোরাই টেক্সির কারবার

কর্ণফুলীতে গ্রেপ্তার ১

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

চালকের আড়ালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই সিএনজি টেক্সি সওদা করে বেড়াচ্ছিলেন একাধিক মামলার আসামি মো. আবুল কালাম (৩৩) নামে এক পেশাদার চোর। অবশেষে গত শুক্রবার রাত ২টার দিকে পটিয়া উপজেলার সিডিএ টেক এলাকা থেকে একটি চোরাই টেক্সিসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবুল কালাম উপজেলার কচুয়াই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার আরব মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, পেশায় তিনি একজন টেক্সি চালক হলেও দীর্ঘদিন ধরে তিনি চোরাই টেঙি কেনাবেচার সঙ্গে জড়িত।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কালামকে একটি চোরাই টেক্সিসহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে চোরাই টেঙি সংগ্রহ করে সেগুলো বিক্রি করত। তার বিরুদ্ধে পটিয়া, সাতকানিয়া, সীতাকুণ্ডসহ একাধিক থানায় চুরি ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে আন্তঃজেলা সিএনজি টেক্সি চোর চক্রের সদস্য কিনা তা যাচাইবাচাই করা হচ্ছে।

আটক আবুল কালামের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নতুন করে একটি মামলা দায়ের করে গতকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধছাঁটাই হওয়া জুতা কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধএত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা