কাপ্তাই জোন অটল ছাপ্পান্নর রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে স্থানীয় বাস, ট্রাক, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের চালকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান এবং থানার ওসিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত চালকদের উদ্দেশ্যে যথাযথ নিয়ম মেনে যানবাহন পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়। তারা বলেন,একটি সড়ক দুর্ঘটনায় একাধিক মানুষের জীবনহানিসহ কয়েকটি পরিবার আয় রোজগারের মানুষ হারিয়ে নিঃস্ব ও অসহায় হয়ে পড়ে। দুর্ঘটনায় বিভিন্ন যানবাহনের অনেক চালকও মারা যাচ্ছেন। তাই চালকদের নিজের জীবন রক্ষা এবং যাত্রীদের জীবন সুরক্ষা দিতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। সভায় আরো বলা হয় অনেক চালক ট্রাকে অতিরিক্ত মালামাল বোঝাই করেন। এর ফলেও দুর্ঘটনা ঘটে। ট্রাকে নির্দিষ্ট ওজনের বেশী মালামাল বোঝাই না করা এবং বাসে অতিরিক্ত যাত্রী না তোলার জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় উপস্থিত যানবাহনের চালকরা এখন থেকে আইন মেনে গাড়ি চালানো এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন না করার অঙ্গীকার ব্যক্ত করেন। তবে বিভিন্ন স্থানে সড়কের সমস্যা, সড়কের উপর বাজার এবং অনেক স্থানে সড়কের পাশে ভাঙ্গন দেখা যায়। ঐসব সমস্যা দুর করার জন্য চালনদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।