চার হাজার লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালি ও জেলার সীতাকুণ্ড উপজেলা থেকে পৃথক অভিযানে চোরাইকৃত চার হাজার লিটার ডিজেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরমধ্যে তিন হাজার লিটার চোরাই ডিজেলসহ মো. আব্দুল মালেক মানিককে (৩৮) কোতোয়ালি থানাধীন ফিশারী ঘাটের আর রহমান তেলের দোকান থেকে এবং এক হাজার লিটার চোরাই ডিজেলসহ মো. সাকিব হোসেনকে (২০) সীতাকুণ্ডের সলিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আব্দুল মালেক মানিক বাঁশখালীর পশ্চিম বড়ঘোনা এলাকার মো. জাফর আহমদের ছেলে ও মো. সাকিব হোসেন নগরীর পাহাড়তলীর মো. নবী ড্রাইবারের ছেলে। গত বৃহস্পতিবার র‌্যাব-৭ পৃথক দুটি অভিযান চালিয়ে উক্ত চার হাজার লিটার চোরাই ডিজেলসহ দুজনকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধআজ সাংবাদিক কাজী জাফরুল ইসলামের ৯ম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধহাটহাজারী পুণ্ডরীক ধাম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার