চার হত্যা মামলায় সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না চারটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। গত ১৫ ও ২২ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে তারা এ জামিন পান। তবে ওই আদেশ চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে এসে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, চারটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আদেশগুলো চট্টগ্রাম আদালতে আসার পর বিষয়টি জানাজানি হয়। তবে আরও মামলা থাকায় তারা আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। আদালতসূত্র জানায়, গত মাসে সাজ্জাদ ও তার স্ত্রীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহী ও ফেনী কারাগারে স্থানান্তর করা হয়। সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও হত্যাসহ আটটি মামলা রয়েছে। গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছুদিন পর তার স্ত্রী শারমিন আক্তার তামান্তাকে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সন্ত্রাসী হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত
পরবর্তী নিবন্ধবিএসসির দ্বিতীয় জাহাজটির ট্রায়াল রান কিছুটা পেছাল