চার স্তরের নিরাপত্তা

পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশ । বিএনপির ৫ শতাধিক সদস্যের একটি টিমও মাঠের ভেতরে-বাইরে থাকবে

হাসান আকবর | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর পলোগ্রাউন্ডে বিএনপির নির্বাচনী সমাবেশ ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশ শুরু হবে আজ রোববার সকাল ১০টায়। এতে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক জিয়ার চট্টগ্রাম সফরকে ঘিরে সিএমপি কমিশনার ইতোমধ্যে নগরীতে দুদিন ড্রোন এবং প্ল্যাকার্ড বহন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। গত রাতে তিনি জনসভাস্থল পরিদর্শন করে সিনিয়র অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তারেক রহমানের সফর এবং জনসমাবেশকে কেন্দ্র করে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর থেকে হোটেল রেডিসন এবং রেডিসন থেকে পলোগ্রাউন্ড মাঠ পর্যন্ত তারেক রহমানের গাড়িবহর যে রাস্তা ব্যবহার করছে সেখানে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল চট্টগ্রাম সফরে এসে পুলিশের আইজি বাহারুল আলমও তারেক রহমানের মহাসমাবেশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। এদিকে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য মহানগর বিএনপি দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম এবং মনজুরুল আলম মনজুর নেতৃত্বে পাঁচ শতাধিক সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। ২০টি ওয়াকিটকি ব্যবহার করে এই টিমের সদস্যরা মাঠের ভেতরেবাইরে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, ২১ বছর পর চট্টগ্রামের মাটিতে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী সমাবেশ উপলক্ষে তিনি চট্টগ্রামে এসেছেন। এই সফরকে কেন্দ্র করে শুধু সমাবেশস্থল নয়, নগরীর যেসব রাস্তা তিনি ব্যবহার করছেন এবং যেখানে অবস্থান করছেন সর্বত্র সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সিনিয়র পুলিশ অফিসাররা রাস্তায় রয়েছেন। ট্রাফিকের সংখ্যাও বাড়ানো হয়েছে। রুট প্রোটেকশন দেয়া ছাড়াও প্রতিটি বহুতল ভবনের ছাদে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় মোবাইল টিম এবং চেকপোস্টগুলোও তৎপরতা চালাচ্ছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও প্রচুর পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে কাজ করছেন। পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীও নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। রাস্তায় অনাহূতভাবে পার্কিং করে কোনো গাড়িকে অবস্থান করতে দেয়া হচ্ছে না।

সিএমপি কমিশনার হাসিব আজিজ গতকাল রাতে দৈনিক আজাদীকে বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করেছি। উনি (তারেক রহমান) যেসব রুট ব্যবহার করবেন সেখানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিনিয়র অফিসারদের মাঠে থাকার নির্দেশনাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন বলে জানান তিনি।

সর্বশেষ প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের যতটুকু করা সম্ভব তার সবটুকুই করেছি। পুলিশ সমাবেশস্থলের আশেপাশে এবং উনার রুটে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করছে। সাদা পোশাকেও প্রচুর পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন। আমরা সবকিছু সার্বক্ষণিক মনিটরিং করছি। নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র শঙ্কা নেই।

পূর্ববর্তী নিবন্ধআত্মগোপনে থাকা স্ত্রী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন
পরবর্তী নিবন্ধরামুতে দুর্বৃত্তের গুলিতে ‘ডাকাত লেদা পুতু’ নিহত