চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবীতে মানববন্ধন করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৩ রা এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ফোর সিজন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগাড়া উপজেলা আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন আমরা দক্ষিণ চট্টগ্রামবাসী মহাসড়কের বিষয়ে সবসময় বঞ্চিত থেকেছি, এই মহাসড়কে বার বার আমরা আমাদের স্বজনদের হারাচ্ছি, যার হারিয়ে যায় একমাত্র সেই জানে হারানোর বেদনা কেমন, আমরা আর হারাতে চাইনা, তিনি আরও বলেন পৃথিবী বিখ্যাত পর্যটন নগরী কক্সবাজার দেশের দক্ষিণাঞ্চলে হওয়াতে দেশী-বিদেশী পর্যটকরা সাগর কন্যা কক্সবাজার যাওয়ার জন্য এই মহাসড়কটি ব্যবহার করে থাকেন, কাজেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ এবং ব্যস্থতম সড়ক হয়ে উটেছে এটি। গাড়ির তুলনায় রাস্তা সরু,অদক্ষ ড্রাইভার, অধিক ঝুঁকিপূর্ণ বাঁক, লবণ বাহী গাড়ি থেকে নির্গত পানি দূর্ঘটনার মূল কারণ বলে জানান তিনি। দক্ষিণ চট্টগ্রাম বাসীর একটাই দাবী, অচিরেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লাইন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চুনতি ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ শহীদুল্লাহ। এসময় লোহাগাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলার ৯ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চুনতি জাঙ্গালিয়া এলাকায় সম্প্রতি ঈদের দিন থেকে ধারাবাহিক ৪ টি পৃথক দূর্ঘটনায় ১৫ জন নিহতসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।