চার লাখ মিটার জালসহ আটক ৪

সন্দ্বীপ চ্যানেলে অভিযান

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চারটি বোট এবং ৪ লাখ মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারজনকে আটক করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে সন্দ্বীপ চ্যানেলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যেগে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও উপজেলা মৎস্য অফিসার কামাল উদ্দিন চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, সরকারি

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে সাগরে অভিযান চালানো হয়। এ সময় মাছ ধরার চারটি নৌকা, ৪ লাখ মিটার জাল জব্দ করা হয়। এছাড়া চারজনকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে কুমিরা নৌপুলিশ ফাড়ির ওসি মো. একরাম উল্লাহ, এস আই চান মিয়া, মৎস্য দপ্তরের ইনুমেরেটর রাসেল দাস, সাদেকুল ইসলাম, এ এস আই মো. আবদুল হালিম ও কোস্টগার্ড কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধম্যানোলা পাহাড় কাটার সময় ১০ শ্রমিক আটক
পরবর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে বড় জলপদ্মের সন্ধান