চার ভবন মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা

মশার বিস্তার রোধে অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ৯:২৭ পূর্বাহ্ণ

এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় এবং অবৈধভাবে ফুটপাত দখল করায় নগরে চার ভবন মালিক ও ১০ ব্যক্তিকে এক লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল পরিচালিত পৃথক দুটি অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অভিযানে অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

সংশ্লিষ্টরা জানান, অভিযানে ওআর নিজাম রোড ও এমএম আলী রোড এলাকায় এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় নির্মাণাধীন চার ভবন মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে মনছুরাবাদ ও আসকারাবাদ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করে পথচারীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সাত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় ৩ ব্যক্তিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিকের বস্তায় ১ লাখ দশ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু