চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(চান্দগাঁওবোয়ালখালী) আসনের উপ নির্বাচনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। গতকাল রাত সোয়া ৮টায় নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ১৯০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বেসরকারি ভাবে ৬৭ হাজার ২০৫ ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নোমান আল মাহমুদকে নির্বাচিত ঘোষণা করা হয়।

কিন্তু এই নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন চেয়ার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কামাল পাশা আম প্রতীক পেয়েছেন ৬৭৩ ভোট এবং মীর মোহাম্মদ রমজান আলী (স্বতন্ত্র) একতারা প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট। নির্বাচনে এই চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানান চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

গতকাল এই উপ নির্বাচনে ১৯০টি কেন্দ্রের সবকটিতে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। চট্টগ্রাম নগরী ও বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে ১৪ দশমিক ৫৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশান্তিপূর্ণ পরিবেশ, তিন কারণে ভোটার উপস্থিতি কম
পরবর্তী নিবন্ধ‘মানবিক’ পুলিশ শওকত চাকরিচ্যুত