চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

চসিকের ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

অপরিচ্ছন্ন পরিবেশে ঘি উৎপাদন এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে নগরে একটি ঘি কারখানসহ চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
চসিক সূত্রে জানা গেছে, পাহাড়তলী থানার ডিটি রোডে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ঘি উৎপাদন এবং বোতলজাত করে বিক্রি করছিল ‘সুপার বাঘাবাড়ি’ ঘি কারখানা। এসব অপরাধে কারখানাটির বিরুদ্ধে মামলা করে ভ্রাম্যমাণ আদালত। আদায় করা হয় ৫০ হাজার টাকা জরিমানা। এছাড়া জুবলি রোডে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার মাধ্যমে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে আদায় করা হয় ১৫ হাজার টাকা জরিমানা। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গণকমিশনের শুনানিতে সাক্ষ্য দিলেন ৫৫ জন
পরবর্তী নিবন্ধঝাউতলা সেবক কলোনীতে ১৪তলা ভবন নির্মাণ কাজ শুরু হবে : মেয়র