চার পেসার নিয়ে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষনা করা হয়েছে। প্রাথমিক দল থেকে চূড়ান্ত স্কোয়াডেও ঢুকে গেলেন শরিফুল ইসলাম। তরুণ বাঁহাতি পেস বোলারের জায়গা হয়েছে প্রথম টেস্টের দলে। অনেক আলোচনার জন্ম দিয়ে প্রাথমিক দলে ফেরা অলরাউন্ডার শুভাগত হোম নেই মূল দলে। পাল্লেকেলে টেস্ট শুরুর আগের দিন গতকাল মঙ্গলবার ১৫ জনের টেস্ট স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ২১ জনের প্রাথমিক দল থেকে শুভাগত ছাড়াও মূল দলে জায়গা হয়নি নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহানের। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে দুই টেস্টে ছয় উইকেট নিলেও সামগ্রিকভাবে খুব ভালো বোলিং করতে পারেননি নাঈম। পরে জাতীয় লিগেও এক রাউন্ড খেলে ভালো করতে পারেননি। যার খেসারত দিতে হলো তাকে জায়গা হারিয়ে।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শরিফুল সমপ্রতি নিউজিল্যান্ড সফরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পান টি-টোয়েন্টি দিয়ে। অভিষেক ম্যাচে ভালো না করলেও পরে দুই ম্যাচে তার বোলিং ছিল বেশ নজরকাড়া। এগিয়ে চলার ধারাবাহিকতায় ১৯ বছর বয়সী পেসার প্রথমবার সুযোগ পেলেন অভিজাত সংস্করণের দলেও। ১৫ সদস্যের দলে পেস বোলার শরিফুলসহ রাখা হয়েছে চার জন।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: মোমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম।