যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ভারত- এই চারটি দেশ ঘুরে তৈরি হলো একটি গান! অনেকেই ভাববেন সম্ভবত গল্পটা মিউজিক ভিডিওর। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ইমনের গান ‘আর নয়’। এটি তার দ্বিতীয় মৌলিক গান। তথ্যপ্রযুক্তির এই যুগে দূরত্ব যে কোনও অন্তরায় নয়, এই গানটি তার যথাযথ প্রমাণ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রবাসী শামীম রেজার গানের কথায় সুরের মূর্ছনা ছড়ালেন ঢাকা থেকে সুমন কল্যাণ। অস্ট্রেলিয়ার সিডনিতে নিজস্ব স্টুডিওতে ইমন গানটির কণ্ঠ রেকর্ড করেন এবং তা পাঠানো হয় ভারতের কলকাতায় ভিডিও শুটিংয়ের জন্য। চারটি দেশ ঘুরে একটি গান তৈরি প্রসঙ্গে ইমন বলেন, পুরো ব্যাপারটি সঞ্চালনায় বিন্দুমাত্র বেগ পেতে হয়নি আমাদের। সকলের অদম্য ইচ্ছা আর অনুপ্রেরণা কাজটিকে আরও সহজ করেছে বলেই আমার বিশ্বাস।