চার দশক পর আবিদার কণ্ঠে সেই গান, সহশিল্পী কে জানেন?

| শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:৪৭ পূর্বাহ্ণ

আশির দশকে মুক্তি পাওয়া ‘পুরস্কার’ সিনেমার একটি গান ৪২ বছর পর ফের এক সুতোয় বেঁধেছে সিনেমার দুই শিল্পীকে। তারা হলেন আবিদা সুলতানা এবং আদনান বাবু। খবর বিডিনিউজের।

কিভাবে সেই গানটি দুই শিল্পীকে এত বছর বাদে এক জায়গায় নিয়ে এসেছে সে গল্প শোনাতে ফিরতে হবে ৪২ বছর আগে। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া শিশু চলচ্চিত্র ‘পুরস্কারের’ ‘হারজিৎ চিরদিন থাকবে’ গানটি গেয়েছিলেন গায়িকা আবিদা সুলতানা।

গায়িকার গাওয়া ওই গানে ঠোঁট মিলিয়ে যে চার কিশোর অভিনয় করেছিলেন, তাদেরই একজন হলেন আদনান বাবু, যার ‘রং নাম্বার’ গানটি নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

এবারের ঈদ আয়োজনে বিটিভির বিশেষ অনুষ্ঠান ঈদের বিশেষ গীতি আলাপনের জন্য ফের নতুন করে গানটি করেছেন আবিদা সুলতানা। এবার আর ঠোঁট মেলাননি আদনান বাবু, তিনি দ্বৈতভাবে ‘হারজিৎ চিরদিন থাকবে’ গেয়েছেন গায়িকার সঙ্গে।

আবিদার সঙ্গে ‘হারজিৎ চিরদিন থাকবে’ গানটি নতুন করে করার চিন্তা কীভাবে মাথায় আসল প্রশ্নে গ্লিটজকে বাবু বলেন, ৪২ বছর আগের ‘পুরস্কার’ সিনেমার সেই বাচ্চু যে ‘রং নাম্বার’ গানের গায়ক এটা কিন্তু কেউ জানে না। একদিন মাথায় আসল আবিদা আপা এবং আমি দুজনেই বেঁচে আছি। তাহলে ‘হারজিৎ চিরদিন থাকবে’ গানটি নতুন করে কেন গাওয়া হচ্ছে না! এই চিন্তা থেকেই আবিদা আপাকে জানাই। আপাও শুনে বললেন আইডিয়া তো ভালো। এত বছর পর গানটির নতুন উপস্থাপন দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা করছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.৪৭ কোটি টাকা