সংগীতজীবনের চল্লিশ বছরের পথচলা ঘিরে দেশ ও বিদেশে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড ওয়ারফেজ। এবার দুই মাসের সফরে কানাডায় যাচ্ছে দলটি। এমএনসি এন্টারটেইনমেন্টের আয়োজনে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’ শিরোনামের কনসার্ট। ফেসবুকে এক পোস্টে এই সফরের কথা জানিয়েছে ওয়ারফেজ। দলটি লিখেছে, তৈরি হও, কানাডা! এই সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমরা ওয়ারফেজ আসছি তোমাদের শহরে, আমাদের ৪০ বছরের সংগীতযাত্রা উদযাপন করতে। এটি শুধু কনসার্ট নয়, চার দশকের রক ইতিহাসের উদযাপন। যেখানে ছিল ওয়ারফেজের এক অন্যরকম গল্প, সুর, আর সংগীত দিয়ে টিকে থাকার লড়াই। আগামী ৬ সেপ্টেম্বর কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে কনসার্ট দিয়ে শুরু হবে ওয়ারফেজের কানাডা সফর। অক্টোবর ৩ তারিখ উইনিপিগের কনসার্ট দিয়ে দলটির কানাডা সফর শেষ হবে। ওয়ারফেজের এই ট্যুর শুরু হয়েছে গত বছর থেকে। গেল বছরের ৩০ অগাস্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দুই মাস তারা ঘুরেছে যুক্তরাষ্ট্রে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়ারফেজ এক মাসের সফরে অস্ট্রেলিয়ায় কনসার্ট করে দেশে ফেরে। এই ব্যান্ডটি দেশে কেন কনসার্ট করছে না প্রশ্নে বিডিনিউজকে ব্যান্ডের প্রধান শেখ মনিরুল আলম টিপু বলেন, আমাদের ইচ্ছে ছিল ওয়ারফেজের ৪০ বছর যখন হবে তখন শুধু বাংলাদেশ না, পৃথিবীব্যাপী এই কনসার্ট হবে।