চার চোর গ্রেপ্তার, চোরাই ২ লাখ টাকা উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালীতে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন নোয়াখালীর বেগমগঞ্জের ইকবাল হোসেন, নগরীর চকবাজারের চন্দনপুরার দেলোয়ার হোসেন বাবলু, বাঁশখালীর প্রেমাশিয়ার মো. কায়সার ও মহেশখালীর শাপলাপুরের করিমুল হাসান। গতকাল সোমবার কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজাদীকে বলেন, দণ্ডবিধির কয়েকটি ধারায় একজন ব্যক্তির দায়েরকৃত মামলায় থানা এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবহুদিন পরে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে পারবেন
পরবর্তী নিবন্ধশিল্পকলায় মৃন্ময়ী আর্ট স্কুলের বার্ষিক চিত্র প্রদর্শনী শুরু