চার ঘণ্টা বন্ধ ছিল চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ

কসবায় ট্রেনের ইঞ্জিন বিকল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চার ঘণ্টা পর রাত ১১টায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পথিমধ্যে আটকে ছিল সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলীসহ ৫টি ট্রেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন কসবার স্টেশনের কাছে বিকল হয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে রাত ১১টায় ট্রেনটি উদ্ধার করার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে রেলওয়ে পাহাড়তলী কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ গতকাল রাত ১১টায় আজাদীকে জানান, এই মুহূর্তে মালবাহী ট্রেনের বিকল ইঞ্জিনটি উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পথিমধ্যে কুমিল্লায় সোনার বাংলা, চট্টগ্রামগামী সুবর্ণ এঙপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এঙপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে, ঢাকাগামী মহানগর গোধূলী ও মহানগর এঙপ্রেস মন্দবাগ স্টেশনে আটকা ছিল। এই ট্রেনগুলো এখন ছেড়ে যাবে।
এদিকে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, ব্রাক্ষণবাড়িয়ার কসবার স্টেশনে কাছে মালবাহী ট্রেন বিকল হলেও চট্টগ্রাম থেকে সব ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। পথিমধ্যে আটকা ছিল।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর হওয়ার ২০ দিন পর জামিনে মুক্তি পেলেন টিনু
পরবর্তী নিবন্ধযাত্রীবেশে ছিনতাই ছুরির আঘাতে প্রবাসী আহত