সীতাকুণ্ডের বারৈয়াঢালা এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। গতকাল ভোর ৬টায় ট্রেনটি বড় দারোগারহাট এলাকা ফেলে বারৈয়াঢালায় এলে ইঞ্জিন নষ্ট হয়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। সকাল ৭টায় ট্রেনটির চট্টগ্রাম স্টেশনে পৌঁছার কথা ছিল। প্রায় ৪ ঘণ্টা দেরিতে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আসে। জানা যায়, ইঞ্জিন নষ্ট হওয়ার পর চালক চট্টগ্রাম কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন। পরে চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন গিয়ে নিয়ে আসে। বেলা ১০টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছে।
ট্রেনের এক যাত্রী জানান, মাঝপথে ইঞ্জিন নষ্ট হওয়ার পর যাত্রীদের প্রায় ৪ ঘণ্টা ট্রেনে আটকে থাকতে হয়।