চার কারখানা ও দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

কারখানা সৃষ্ট তরল বর্জ্য দ্বারা পরিবেশ দূষণ করার দায়ে চারটি শিল্প প্রতিষ্ঠান এবং পরিবেশগত ছাড়পত্রবিহীন কারখানা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শুনানি শেষে গতকাল সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস এ জরিমানা করেন। দণ্ডিত চার শিল্প প্রতিষ্ঠান হচ্ছে বাচা মিয়া রোডের উইন ওয়াশিং প্ল্যান্ট, পাহাড়তলী ডিটি রোডের বারকোয়ার্টার এলাকার হোসেন ওয়াশিং প্ল্যান্ট, পশ্চিম নাসিরাবাদের জে পি এস এক্সেসরিস নামের সুতা কোনিং ও ডায়িং কারখানা এবং পাহাড়তলী বারকোয়ার্টার এলাকার লুমিনাস এক্সেসরিস নামের সুতা কোনিং ও ডায়িং কারখানা। এ চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানাসৃষ্ট তরল বর্জ্য পরিশোধনের জন্য তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন ব্যতীত কারখানা পরিচালনার দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে আজাদীকে জানান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক। এদিকে পরিবেশগত ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে পাহাড়তলী কাস্টম একাডেমী এলাকার ইউরো পেইন্টসকে ২ লাখ টাকা এবং মাছুদ ফার্নিচারকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর
পরবর্তী নিবন্ধবাকলিয়া থানা যুবদলের মিলাদ মাহফিল