চার আসামির চারদিন করে রিমান্ড

ছাত্রলীগনেতা ফয়সাল হত্যাকাণ্ড

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন (২৫) হত্যা মামলায় ৪ আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড প্রার্থনা করলে কঙবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি সৈয়দ রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ফয়সাল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেলিম উদ্দিন মামলার ১ নম্বর আসামি আজিজুল হক সিকদার, দুই নম্বর আসামি ফিরোজ আলম, ১৫ নম্বর আসামি মো. মুন্না ও ১৭ নম্বর আসামি মো. রিয়াজকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে চার আসামির প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার কঙবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন থেকে ফেরার পথে পুলিশের সামনেই প্রতিপক্ষের হাতে খুন হন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন। এই ঘটনায় নিহত ফয়সালের বড়ভাই নাছির উদ্দীন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া এই ঘটনায় পুলিশের দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধঋণ খেলাপি মামলায় চার ভাইয়ের সাজা
পরবর্তী নিবন্ধঈদের ছুটিতে গ্যাস সংকট থাকছে না