চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. আবদুস সবুর লিটন বলেছেন, অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার ভিত্তিতে যে বাংলাদেশের অভ্যুদয় ঘটে তার শিকড় অনুসন্ধানে প্রকৃত ইতিহাস চর্চাকে গুরুত্ব দিতে হবে।
১০ মার্চ নগরীর থিয়েটার ইনস্টিটিউট–চট্টগ্রাম মিলনায়তনে চারুতা সঙ্গীত একাডেমীর রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. ফজল আমিন শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস কর্মকর্তা নারায়ণ সুর। তিনি বলেন, চারুতা সঙ্গীত একাডেমী সংস্কৃতি অঙ্গনে ক্রমবিকাশমান একটি সাংস্কৃতিক মঞ্চ। তারা নতুন প্রজন্মকে শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে বিকশিত করছে। এহ্তেশামুল হকের সঞ্চালনায় ও একাডেমীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলির সামগ্রিক পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন, সায়োনিজ ওয়ার্ড খালিদ মাহমুদ তানভীর, অমর একুশে বই মেলার সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম মোস্তাফিজ, সাংস্কৃতিক সংগঠক রোজী চৌধুরী, চৌধুরী জসিমুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।