চারুকলা ইনস্টিটিউটে সংস্কার কাজ পরিদর্শনে উপাচার্য

| সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৬:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের একাডেমিক, প্রশাসনিক ও অন্যান্য ভবনের সংস্কার কাজ গতকাল বিকালে পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ও উক্ত ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, প্রধান প্রকৌশলী ও প্রকৌশল দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, অফিস প্রধানবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চবি প্রশাসন সকল মহলের সাথে আলাপআলোচনা করে এবং একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির সুপারিশের মাধ্যমে চবি প্রকৌশল দপ্তরের প্রকৌশলীদের সার্বিক তত্ত্বাবধানে এ সংস্কার কাজ সম্পন্ন করেছে। উপাচার্য সংস্কার কাজ পরিদর্শন করে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। পবিত্র ঈদউলফিতর এর ছুটি শেষে আগামী ২ মে থেকে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন ভবনে তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে পড়াশুনা চালিয়ে যাবে মর্মে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধনারীর ক্ষমতায়নে এ সরকারের গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়
পরবর্তী নিবন্ধপটিয়ায় সন্ত্রাসী দুই সহোদর গ্রেপ্তার