চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে প্যারিস আর্ট স্কুলের ছাত্র শিল্পী রাজিব শেখের ১১ দিন ব্যাপী ‘মোনালিসা এবং বাংলাদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর প্রণব মিত্র চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অঁলিয়স ফ্রঁসেজ, চট্টগ্রামের পরিচালক ব্রুনো লাখাম, উপ-পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী, চবি চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর সুফিয়া বেগম, ইতিহাসবিদ ও শিল্পকলা সংগ্রাহক প্রফেসর আঁলা মনতাখেল ও শিল্পী রাজীব শেখ।
উপ-উপাচার্য বলেন, প্যারিস হলো সৃজনশীল শিল্পের সূতিকাগার। প্যারিস আর্ট স্কুলের ছাত্র শিল্পী রাজিব শেখের এ প্রদর্শনীর মধ্য দিয়ে দর্শকরা প্যারিস এবং বাংলাদেশের সেতুবন্ধনে রচিত শিল্পকর্ম উপভোগ করতে পারবেন এবং চিত্রকলার শিক্ষার্থীরাও লাভবান হবেন। তিনি চিত্র প্রদর্শনীর সার্বিক সাফল্য কামনা করেন।
প্রদর্শনীতে শিল্পীর ২৮টি এক্রেলিক ও তৈলচিত্র এবং মোনালিসা প্রজেকশন রয়েছে। প্রদর্শনী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে চবি চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।