আনোয়ারা বখতিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষককের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী গতকাল শনিবার বিদ্যালয় মাঠে অনষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক নাছির উদ্দিন, মধুসূধন নাথ ও স্বপন কুমার চক্রবর্তীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. ওসমান গণী। বক্তব্য রাখেন ফজলুল করিম চৌধুরী বাবুল, ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ, পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দিন, মোহাম্মদ ফরিদ, শিক্ষক বাবুল হক ও নাছির উদ্দিন।