চারদিকে কাশফুল
বাতাসের কানে দুল।
রোদ ঝিলমিল
আকাশে উড়ে চিল।
মেঘ ফিরে যায় বাড়ি
নানা রঙে পরে শাড়ি।
সবুজ খেয়া ঘাট
শিশিরে ভেজা মাঠ।
রঙ লেগেছে আকাশে
প্রজাপতির পাখা সে।
উড়ে পতঙ্গ তিড়িং বিড়িং
বাতাসে দোলে ঘাস ফড়িং।
সালাম সৌরভ (১২,৩৬৫) | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৩৩ পূর্বাহ্ণ