চারদিকে আতঙ্ক

শর্মি বড়ুয়া | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

হত্যাকাণ্ড চলছে বলে

আতঙ্কিত জনপদ

বাড়ি থেকে বের হলেই

কেউ যেন নয় নিরাপদ।

নির্যাতনের ভিডিও করছে

দেখছে যে যার মতো,

তারপরেও সাহায্যের হাত

বাড়ায়নি সময় মতো।

পাথরের সেই আঘাত

আহা! নির্মম সেই দৃশ্য

সন্ত্রাসীদের নেই কোনো ভয়

যেন আইন অদৃশ্য।

কোথাও গেলে পাই না শান্তি

নিরাপদ নই আজ।

সবার চোখে মুখে দেখো

শুধু চিন্তার ভাঁজ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধমাদক ব্যবসার দ্বন্দ্বে গুলি করে মহিউদ্দিনকে হত্যা