হত্যাকাণ্ড চলছে বলে
আতঙ্কিত জনপদ
বাড়ি থেকে বের হলেই
কেউ যেন নয় নিরাপদ।
নির্যাতনের ভিডিও করছে
দেখছে যে যার মতো,
তারপরেও সাহায্যের হাত
বাড়ায়নি সময় মতো।
পাথরের সেই আঘাত
আহা! নির্মম সেই দৃশ্য
সন্ত্রাসীদের নেই কোনো ভয়
যেন আইন অদৃশ্য।
কোথাও গেলে পাই না শান্তি
নিরাপদ নই আজ।
সবার চোখে মুখে দেখো
শুধু চিন্তার ভাঁজ।