চারজনের রিমান্ড আবেদন,ফজর হাসপাতালে

মুরাদনগরে ধর্ষণ

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু সমপ্রদায়ের নারীকে ধর্ষণ ও ভিডিও ছাড়ানোর ঘটনায় পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার চারজনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বিচারিক হাকিম মুরাদনগর আমলি আদালতে আসামিদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার এসআই রুহুল আমিন জানান।

তিনি বলেন, তবে এখনও আদালত থেকে কোনো আদেশ পাইনি। অপরদিকে ধর্ষণ মামলার আসামি ফজর আলী এখনও হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি বলে জানান এসআই। খবর বিডিনিউজের। গত রোববার কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মুরাদনগরে একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আসামি করে শুক্রবার মামলা করেছেন এক হিন্দু নারী। বাদীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। ওসি বলেন, ধর্ষণের শিকার নারীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর বিষয়টি আমরা পর্যালোচনা করি। এরপর অভিযান চালিয়ে চারজনকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি থানার ওসিকে শ্রমিক কল্যাণ নেতার হুমকি
পরবর্তী নিবন্ধনারী কর্মীকে ‘কুপ্রস্তাব’, রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ