চারজনের মৃত্যু, নিখোঁজ ৮

আনোয়ারা ও টেকনাফ প্রতিনিধি | রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে এফভি যানযাবিল নামে একটি ফিশিং বোট ডুবে গেছে। গতকাল শনিবার ভোরে কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। এতে ৪ জনের মৃত্যু ও ৮ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ১৩ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বোটটির মালিক কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি জানান, বোট ডুবির ঘটনায় বেলা ২টা পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুটি জাহাজের মাঝখানে পড়ে ফিশিং বোটটি দুর্ঘটনা কবলিত হয়। এতে বোটটি সাগরে ডুবে যায়। এক সপ্তাহ আগে এটি কর্ণফুলী থেকে সাগরে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার ওই জাহাজে ২৬ জন ছিলেন। মাঝিমাল্লারা চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন জেলার বাসিন্দা। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ নাবিকদের উদ্ধার চেষ্টা অব্যাহত ছিল বলে জানান তিনি।
জানা যায়, ফিশিং বোটটি ডুবে যাওয়ার সময় সংকেত পেয়ে আশেপাশের কয়েকটি ফিশিং বোট এগিয়ে এসে অন্তত ১৩ জনকে জীবিত উদ্ধার করে। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী টিম ঘটনাস্থলে ছুটে যায়। কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার ভোরে বঙ্গোপসাগরে মাছ ধরার ফিশিং বোট ডুবির ঘটনায় ৪ জন নাবিককে মৃত্যু ও ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত ৮ নাবিক নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের একটি ও নৌবাহিনীর দুটি জাহাজ অভিযান পরিচালনা করছে।
তিনি জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জীবিত উদ্ধার হওয়াদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সবাই সুস্থ রয়েছে। তবে তাদের কারোর নাম-ঠিকানা এখনো সংগ্রহ করা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধঅন্ন বস্ত্রের পর মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধভোটের দিন সাধারণ ছুটি থাকছে না