চাম্বল জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপহার সামগ্রী প্রদান

| মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর পশ্চিম চাম্বল জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৬টি পরিবারকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু পরিষদ-চট্টগ্রাম মহানগর, বাঁশখালী উপজেলা ও সাতকানিয়া উপজেলার উদ্যোগে গত ২২ সেপ্টেম্বর উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৪৯টি পরিবারের জন্য খাট ও সাত পরিবারেরর জন্য সাত বস্তা চাল। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক শিপুল কুমার দে, অ্যাড. প্রদীপ দাশ, রনজিত কুমার দাশ, ইঞ্জিনিয়ার রুবেল দাশ, বিপ্লব দাশ, কমল দাশ, প্রকৌশলী প্রমিত চৌধুরী, রিতা মিত্র, সুপন সিকদার, রূপন দত্ত, দেবী রুদ্র, প্রবীর ধর, সুজন দাশ, জয় দাশ, তপু দাশ, ইমন দাশ, ছোটন দাশ, স্বপন জলদাশ, অনুপম দেব, ছোটন সুশীল, তপন দেবনাথ, সেতু দে, শম্পু নাথ, সুরেশ ধর, পলাশ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএর প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভা