চাম্বল ইউপি চেয়ারম্যানকে ১৫ লাখ টাকা জরিমানা

পাহাড় কর্তন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

পাহাড় কাটার দায়ে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুল হক চৌধুরীকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে শুনানি শেষে মুজিবুল হক চৌধুরী গংকে এ জরিমানার আদেশ দেন আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাঁশখালীর পূর্ব চাম্বল ফরেস্ট অফিসের দক্ষিণ চূড়ামুড়া সংলগ্ন স্থানে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ পেয়ে গত ১১ অক্টোবর অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এসময় হাতেনাতে ডাম্প ট্রাক ও স্কেভেটর জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, প্রায় এক বছর ধরে স্কেভেটর, ড্রাম্প ট্রাক ব্যবহার করে পাহাড় কাটা হচ্ছিল। পাহাড় কেটে মাটি অন্যত্র বিক্রি করে দেয়া হয়েছে। সবমিলিয়ে প্রায় ১৪ লাখ ঘনফুট মাটি কাটা হয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। পরে পাহাড় কাটার অভিযোগে চাম্বল ইউপি চেয়ারম্যানকে নোটিশ করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরে কয়েকদফা শুনানি হয়। সর্বশেষ ৭ জানুয়ারি শুনানি শেষে মুজিবুল হক চৌধুরী গংকে ১৫ লক্ষ টাকা জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা শিক্ষক পরিষদ মহানগর শাখার মতবিনিময়
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতামুক্ত নগরী গড়তে নৌকায় ভোট দেয়ার আহ্বান