চাম্বলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর পশ্চিম চাম্বলে পুকুরে ডুবে সাড়ে চার বছর বয়সী মো. শায়েদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সায়েদ পশ্চিম চাম্বল সিকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ ফেরদৌসের ছেলে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে হঠাৎ করে বৃষ্টি এলে পরিবারের সকল সদস্যরা কর্মব্যস্ত হয়ে পড়লে সবার অগোচরে সে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন । এ ব্যাপারে চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক গিয়াস কামাল চৌধুরীকে স্মরণ
পরবর্তী নিবন্ধঅন্যের ধর্মানুভূতিতে আঘাত করা ইসলাম সমর্থন করে না