বাঁশখালীর চাম্বলের চেয়ারম্যান প্রার্থী ফজলুল কাদের নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফজলুল কাদের গতকাল রাত ৮টার দিকে চাম্বলের ৯নং ওয়ার্ডের সৈয়দ পাড়া এলাকায় প্রচারণায় গেলে প্রতিপক্ষের কিছু কর্মী সমর্থকের সাথে কথা কাটাকাটি নিয়ে বিবাদে জড়ালে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় কয়জন মিলে তার ওপর করে। পরে বাঁশখালী থানা পুলিশ গিয়ে তাকে নিয়ে এসে বাঁশখালী হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পৌঁছে দেয় বলে জানা যায়।