বাঁশখালীর চাম্বলে অগ্নিকাণ্ডে একটি খামারের এক হাজার মুরগি ও নগদ ৬০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক মোজাফ্ফর আহমদ। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার ব্যবসায়ী মোজাফ্ফর আহমদের মুরগীর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় খামারে থাকা ১৫ দিন বয়সী এক হাজার মুরগি পুড়ে যায়। এ সময় ড্রয়ারে থাকা ৬০ হাজার নগদ টাকাও পুড়ে যায় বলে জানা যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী খামারীর প্রতিবেশী মো. মনজুর বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মুরগির খামারে আগুন ধরে। মুহূর্তের মধ্যে সর্বস্ব পুড়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ও ফায়ার টিম ঘটনাস্থলে সরু সড়কের কারণে পৌঁছতে পারেনি ।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন খামারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই খামার ও মুরগি পুড়ে যায়। খামারে যাওয়ার সড়কটি বেশী সরু হওয়ায় ফায়ার সার্ভিস এর গাড়ি ঘটনাস্থলে ঢুকতে পারবে না বলে স্থানীয়রা জানায়।