তিন কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের সাময়িক বহিষ্কৃত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ ৩ জনের বিরুদ্ধে বাঁশখালীর সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। বহিষ্কৃত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন– ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল আবেদীন (৩২) ও চাম্বল পরিষদের উদ্যোক্তা সৌরভ দেব নাথ (৩০)।
গতকাল ২১ মার্চ চাম্বল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নন্না মিয়ার ছেলে আবু তাহের বাদী হয়ে আদালতে এই মামলা দায়ের করেন। ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য সরকারের ‘কর্মসংস্থান কর্মসূচি’–এর (ইজিপিপি) বরাদ্দকৃত টাকা বাদীর অগোচরে দস্তখত জাল করে আত্মসাৎ করার অভিযোগ করে তিনি। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে চট্টগ্রামের সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে সূত্র জানায়।
মামলার আর্জি সূত্রে জানা যায়, বাদীর অজান্তে তার নামে ০১৬১৫১১০৫৮৯ নম্বরের মোবাইলের সিম সংগ্রহ করা হয়। যে সিম দিয়ে কর্মসৃজন প্রকল্পের টাকা প্রেরণ ও উত্তোলন করা হয়। এদিকে এর আগে গত ২৯ ফেব্রুয়ারি চাম্বলের ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে মামলা বিষয়ে জানতে মুজিবুল হক চৌধুরীকে ফোন করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।