চাম্বলের চেয়ারম্যান মুজিবের বিরুদ্ধে মামলা

ইভিএম নিয়ে বেফাঁস মন্তব্য

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার পর এবার চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম।

বাংলাদেশ নির্বাচন কমিশনের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭৩ এবং ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর ৩১ তৎসহ পেনাল কোডের ১৭১ চ ধারা মোতাবেক বাঁশখালী থানায় মামলা নং ৮। এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আরিফুর রহমান। গত ২৯ মে চাস্বলের বাংলা বাজার এলাকায় পথসভায় মুজিবুল হক চৌধুরী ইভিএম নিয়ে এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ইভিএম নিয়ে বিরুপ মন্তব্যের কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা অবনতি যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধ৫০ ঘণ্টায়ও নিভেনি আগুন
পরবর্তী নিবন্ধঠান্ডাছড়ি থেকে কেমিকেল কমপ্লেক্স সরিয়ে নেয়ার দাবিতে বিক্ষোভ