চামেলির বৈশাখ

অপু চৌধুরী | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:১০ পূর্বাহ্ণ

আজকে চামেলি কাঠবেলী ফুলে

সাজাবে মাথার খোঁপা

জারুল পলাশ কৃষ্ণচূড়ার

দুল দিবে কান ঝোপা।

 

রঙ মেখে মেখে আঁকবে চামেলি

আদুরে নিটোল গাল

বাসন্তী রঙ শাড়ি পরে নেবে

আলপনা লাল লাল।

 

দেখবে চামেলি শিরীষ তলাতে

মনের মাধুরি ছেয়ে

বর্ষ বরণ রাঙিয়ে দেয় কে

বৈশাখী গান গেয়ে।

 

চড়বে চামেলি নাগরদোলাতে

দেখবে বানর খেলা

সাপেনেউলের ঝগড়া কলহ

মোরগ লড়াই, মেলা।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন কার্যক্রম সফল করতে তৃণমূলের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধচিরায়ত বৈশাখ