চান্দু নন্দী

| সোমবার , ১৬ মে, ২০২২ at ৩:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. তপন নন্দীর ছোট ভাই হাটহাজারীর মির্জাপুর গ্রাম নিবাসী ব্যবসায়ী চান্দু নন্দী (৫০) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মে সকাল ১০টায় নগরীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। ওইদিন বিকালে মির্জাপুর গ্রামের পারিবারিক মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমেরুদণ্ডের রোগ বাড়ছে দুর্ঘটনায় প্রশিক্ষিত চিকিৎসক তৈরির তাগিদ
পরবর্তী নিবন্ধআব্দুর রশিদ খান