চান্দগাঁও সিঅ্যান্ডবিতে দুদিন ধরে পানি নেই

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৩:৫১ পূর্বাহ্ণ

রমজান মাসে নগরীতে এখনো পর্যন্ত গ্যাস-বিদ্যুতের কোনো সমস্যা দেখা না গেলেও বেশ কিছু এলাকায় পানির দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। চান্দগাঁওস্থ সিএন্ডবি বিসিক শিল্প এলাকা আফজল মাঝির বাড়ি ও বরিশাল বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাত ১২ টা থেকে গতকাল পর্যন্ত পুরো এলাকায় পানি ছিলনা। ইফতারের আগে এলাকার ছেলে-বুড়ো সবাইকে পানির জন্য এদিক-ওদিক ছুটতে হয়েছে।
স্থানীয় যুবক মো. লোকমান ইসলাম মুন্না আজাদীকে জানান, দুই এলাকাজুড়ে প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ গত বৃহস্পতিবার রাত থেকে পানির জন্য হাহাকার করছে। আজকেও (গতকাল শুক্রবার) সারাদিন পানি আসেনি। সন্ধ্যায় ইফতারের সময় এলাকার মানুষজনকে পানির জন্য এদিক-ওদিক ছুটতে দেখা গেছে। বন্ধের দিন হওয়াতে ওয়াসার সাথে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি।
শিশুদের ছোট ছোট প্লাস্টিকের বোতল-জগ নিয়ে পানির জন্য ছুটতে দেখা গেছে। রমজান মাসজুড়ে নিরবচ্ছিন্নভাবে নগরীতে পানি এবং বিদ্যুৎ সরবরাহের জন্য ওয়াসা কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ কন্ট্রোল রুম চালু করেছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালে ক্রাশ প্রোগ্রাম চলমান থাকবে : মেয়র
পরবর্তী নিবন্ধকোভিডে ২৪ ঘণ্টায় শতাধিক মৃত্যু যেসব দেশে